যে কারণে গুগল ছেড়েছিলেন অ্যান্ড্রয়েড জনক

1034
অ্যান্ডি রুবিন
অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন

অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন ২০১৪ সালের অক্টোবরে গুগল থেকে বিদায় নিয়েছিলেন। তবে কেন তার এই বিদায় তা নিয়ে ছিল নানা রহস্য সম্প্রতি সিলিকন ভ‍্যালিভিত্তিক একটি সংবাদ মাধ‍্যমের প্রতিবেদনে উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবসা ও রোবট প্রকল্পের প্রধান অ্যান্ডি রুবিন তার অধস্তন এক নারীর কর্মীর সঙ্গে বৈরী আচরণ করেছিলেন। পরবর্তীতে এই নারী কর্মী গুগলের মানবসম্পদ (এইচআর) বিভাগে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। রুবিনের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পর গুগল ছাড়েন তিনি।

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন ২০১৪ সালের অক্টোবরে গুগল থেকে বিদায় নিয়েছিলেন। তবে কেন তার এই বিদায় তা নিয়ে ছিল নানা রহস্য সম্প্রতি সিলিকন ভ‍্যালিভিত্তিক একটি সংবাদ মাধ‍্যমের প্রতিবেদনে উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবসা ও রোবট প্রকল্পের প্রধান অ্যান্ডি রুবিন তার অধস্তন এক নারীর কর্মীর সঙ্গে বৈরী আচরণ করেছিলেন। পরবর্তীতে এই নারী কর্মী গুগলের মানবসম্পদ (এইচআর) বিভাগে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। রুবিনের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পর গুগল ছাড়েন তিনি।