মোড়ক উন্মোচন একটি অশ্লীল শব্দ

ফারিসা মাহমুদ

1390
ফারিসা মাহমুদ

এবার বই মেলায় গেছি বেশ কয়েকদিনই। আমার তো নির্দিষ্ট করা কোন বন্ধুবাহিনী নেই। সাঞ্জু (শতাব্দী সানজানা) ছাড়া নির্দিষ্ট কোন সঙ্গীই আমার নেই । সাঞ্জু আবার প্রকাশক, ওর বানিজ্য সামলাতে হয়। প্রায়ই একা একাই ঘুরি। ঘুরতে ঘুরতে কারো সাথে দেখা হয়, আড্ডা হয়, ফটো তোলা হয়।

দুই-চারটা বই এর মোড়ক উন্মোচনের আয়োজনের মধ্যেও ঢুকে গেছিলাম কী করে জানি ।

একজন নতুন লেখকের বই এর মোড়ক উন্মোচন হচ্ছে। লেখক মেয়ে, কম বয়সী এবং দেখতেও সুন্দর। রুপালী কাগজে সুন্দর করে বইটা মোড়ানো। উপস্থাপক হাতে মাইক নিয়ে বলছেন, খুব ধীরে ধীরে বইটির মোড়ক খুলে উন্মোচন করুন।

থানায় আসামীর ছবি তুলে না? বুকের কাছে নাম লেখা কাগজ ধরে। পত্রিকায় দেখা যায় এমন। আমিও সেই রকম ভাবে বইটা সামনে ধরে বেয়াক্কেলের মত হাসি দিয়ে দাঁড়িয়ে আছি। উপস্থাপকের কথা শুনে এমন হাসি পাচ্ছে! দম বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা।আমি তো আসলে দুষ্টু প্রকৃতির নারী, কেবলই বদ চিন্তায় মাথা ভর্তি ।

তখন আবিস্কার করলাম উন্মোচন শব্দটা বেশ অশ্লীল।

কাল, তানভিরের কবিতার বই এসেছে। কী সুন্দর বই! দুই, একটা কবিতা পড়লাম বেশ লাগলো! তখন আবার মাথায় ঘুরতে লাগলো, মোড়ক উন্মোচন, মোড়ক উন্মোচন! “উন্মোচ” শব্দটা আসলেই খুব বাজে ! হোক তা, মোড়ক উন্মোচন বা পাঠ উন্মোচন। উন্মোচনই তো ! এই “উন্মোচন” শব্দটাই মাথায় পঁচা পঁচা চিন্তা নিয়ে আসে ।

কত যে উন্মোচন আছে! আমরা কেবল উন্মোচনের খেয়ালে অথবা আতংকে আক্রান্ত। কেউ চ্যাটিং এ সিক্রেট কনভার্সেশন এক্টিভ করে, কেউ স্ক্রিন শট নিয়ে রাখে, কেউ মুড়ে রাখে, কেউ খুলে রাখে…

উদ্দেশ্য কিন্তু ওই উন্মোচন করা বা উন্মোচন থেকে বাঁচা।

অভিনেত্রী ও লেখক ফারিসা মাহমুদের ফেসবুক পোস্ট