মোস্তাফিজকে ছাড়াই ভারত গেল বাংলাদেশ

581

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চোটের কারণে দলের সঙ্গে নেই মোস্তাফিজুর রহমান। এদিকে সদ্যই আইপিএল খেলা আসা সাকিব আল হাসান আজ সতীর্থদের সফরসঙ্গী হতে পারেননি। দুদিন বিশ্রাম নিয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বৃহস্পতিবার। অন্যদিকে বিশ্ব একাদশের হয়ে খেলতে লন্ডনে থাকায় তামিম ইকবালও যেতে পারেননি মুশফিকুর রহিমদের সঙ্গে।

মোস্তাফিজ হঠাৎ করেই চোট পেয়েছেন বাঁ পায়ের টো’তে (পায়ের সামনের) গত রাতেই ব্যাপারটি এ বাঁহাতি জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। এরইমধ্যে এক্স-রে করিয়েছেন দ্য ফিজ। রিপোর্ট বলছে বাঁ পায়ের অগ্রভাগে সমস্যা। তার পক্ষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলা সম্ভব না। বাঁহাতি এ পেসারের বিকল্প আজই ঘোষণা করবেন নির্বাচকরা।

মঙ্গলবার সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা জেট এয়ারওয়েজের বিমানটি। দিল্লি থেকে কানেকটিং ফ্লাইটে দেরাদুন পৌঁছাবে টাইগাররা। আফগানদের বিপক্ষে শুক্রবারের প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি।

শুক্রবারের প্রস্তুতি ম্যাচে সাকিব খেললেও তামিম পারবেন না। কেননা ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে প্রদর্শনী টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১ জুন পৌঁছাবেন দেরাদুনে তিনি।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের মূল সিরিজ শুরু ৩ জুন রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের। পরের দুই ম্যাচ একই জায়গায় ৫ ও ৭ জুন।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।