মৃদু পায়ে মৃদুলা…

2002

 

মুআজ মুরসালিন।।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃদুলা। পুরো নাম সুমাইয়া মৃদুলা। ছোটবেলা থেকেই ভাবনা মডেলিং নিয়ে। সেই সঙ্গে নাচের প্রতিও প্রবল ঝোঁক তার। একটু বড় হয়ে সে স্বপ্নের পথেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সময়ের সম্ভাবনাময় এ মডেল।

13770500_279184039124816_1333899802813469167_n

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে নিজের মডেলিং ছবি দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন বিবিএ’র এ শিক্ষার্থী। মিডিয়া পাড়ায় তাকে নিয়ে যখন আলোচনা, তখন তিনি অনেকটা নিশ্চুপ। নিজের মতোই করেই চুপচাপ ভালো কাজের তালিকা করছেন।

এখন-কে মৃদুলা বলেন, “কোনো কিছুতেই আমি আমার অতো উচ্ছ্বাস নেই। আমি জানি, আমি ভালো কাজ সবাইকে উপহার দিতে পারবো। নিজের প্রতি এমন কনফিডেন্স আছে। তাইতো, আমার মডেলিং নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও বেশিরভাগ মানুষই উৎসাহ দিচ্ছে।”

বাংলাদেশের প্রেক্ষাপটে মৃদুলার ছবিগুলোকে খোলামেলাই বলা চলে। প্রথা ভেঙ্গে অনেকটা নতুন চিত্র তৈরি করছেন তরুণ এ মডেল। এজন্য অবশ্য তাকে কম বাধা ডিঙাতে হয়নি। পরিবার 13769608_277932205916666_4265305418164332670_nআর সামাজিক বাধার তোয়াক্কা না করে নিজের স্বপ্নকে আলোর মুখ দেখাতেই বদ্ধ পরিকর।

পড়াশোনার ফাঁকে নিয়মিত মিউজিক ভিডিও আর মডেলিং চালিয়ে যাচ্ছেন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মডেলিংও যেনো এগিয়ে যেতে পারে তেমন চিন্তাই করছেন তিনি। মৃদুলা বলেন, “নাচ করছি নিয়মিত। এসব বিষয়ক পড়াশোনা আর বিশ্বের সেরা সেরা মডেলদের নিয়ে গবেষণাও করছি। যাতে কাজে পরিপক্কতা আসে।”

তিনি মনে করেন, রাতারাতি কোনো কিছু বনে গিয়ে আবার ধপাস করে পড়ে যাওয়ার চাইতে ধীরে ধীরে শক্ত অবস্থান গড়ে তোলাই উচিত। আর সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন মৃদুলা।

 

এখন/এমএম