মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধসে ৪ জন নিহত

711

 

ভারতের মুম্বাইয়ে একটি ফুট ওভারব্রিজ ধসে পড়েছে, যাতে ৪ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন এখনো ভেঙে পড়া ব্রিজে আটকে আছেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজটি ধসে পড়ে। ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটে জানিয়ে এনডিটিভি বলছে, এ সময় ওই ওভারব্রিজের ওপর অনেক মানুষ ছিলেন।

ওভারব্রিজটির মেরামতের কাজ চলছিল, তবুও ব্রিজটি জনগনের চলা চলার জন্য খোলা ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রিজটি ভেঙে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘এক নম্বর প্লাটফর্মের উত্তর প্রান্তে ‘টাইমস অব ইন্ডিয়া’ ভবনের কাছের ফুট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশের বাহিনী। এলাকার যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও।