ভিআইপি কাহারা ?

আনিসুর রহমান মিঠু

625

ভিআইপিদের জন্য আলাদা লেইন অবশ্যই যৌক্তিক। যানজট থাকিবে সাধারণ মানুষের জন্য ।

তবে ভিআইপি মহোদয়দের লেইনে পুলিশ, এম্বুলেন্স না ঢুকিতে দিলে আরো উত্তম হইতো! ইহাতে ভিআইপিদের মর্যাদা নষ্ট হওয়ার আশংকা রহিয়াছে ।

ভিআইপি কাহারা?
ঘুষখোর আমলা, ইয়াবা বিক্রেতার গোপন অংশিদার ও গডফাদার, মাস্তান উৎপাদক ও সংরক্ষক ( যাদের আমরা প্রভাবশালী বলিতে পছন্দ করি), কালো টাকার মালিক, লুটকৃত মূলধন বিনিয়োগ করে যাহারা আজ মহান শিল্পপতি!! এসব নিন্দুকদের কথামাত্র । প্রকৃতপক্ষে ভিআইপি হইতেছেন তাহারা, যাহারা আসলেই ভিআইপি !!

তাহাদের জন্য আলাদা লেইনতো হইতেই পারে । ইতিমধ্যে তাহাদের সন্তানদের জন্য ভালো ভালো স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয় হইয়াছে, ভালো হাসপাতাল হইয়াছে । গুলশান, বনানী, ধানমণ্ডি হইয়াছে ।সোনারগাঁ, শেরাটন, রেডিশন হোটেল হইয়াছে। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব ইত্যাদি হইয়াছে । অনেক অনেক মনোরম রিসোর্ট হইয়াছে ।

পুলিশ তাহাদের কুর্নিশ করে, তাহাদের স্ত্রী পুত্র কন্যার নিরাপত্তা দিতে ব্যস্ত ! তাহারাইতো এদেশের মালিক, ভাগ্য নির্ধারক ! বাকি সব কৃতদাস – কৃতদাসী মাত্র । মহান ভিআইপিদের জন্য পৃথক লেইন – এ আর এমন কি !!

কৃতদাস-দাসীরা এদেশে সুখে শান্তিতে রহিয়াছেন, ভিআইপিদের কৃপায় । যারা শুধুমাত্র ‘পি’, তাদের কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার বা দায় দায়িত্ব নেই ।মহান রাজা-উজিরেরা তাহাদের ভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণ করিতেছেন !! বাগানে ফুল ফুটিতেছে – পাখিরা গান গাহিতেছে ।

আম আদমি কুত্তা হোতা হায় ।

লেখক : যুব ও ক্রীড়া সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ও সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় উপ-কমিটি