ভারত-মালদ্বীপ শিরোপার লড়াই শনিবার

910

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়ানশিপের ফাইনাল আগামীকাল শনিবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে সাফ সুজুকি কাপের ফাইনাল।

আগের ১১ আসরে ৭ বার চ্যাম্পিয়ন হওয়া ভারতের সামনে ফাইনালে মালদ্বীপ। ঢাকায় হওয়া আগের দুটি আসরের ফাইনাল খেলা দ্বীপ দেশটি ভারতকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, সেটাই দেখার। ভারত এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েই স্বাচ্ছন্দে ফাইনালে। গ্রুপ পর্বে মালদ্বীপ ধুঁকলেও সেমিফাইনালে দাপুটে জয়েই তারা শিরোপার লড়াইয়ে। তবে এসব নিয়ে স্থানীয় দর্শকদের মাথাব্যথা নেই। যে কারণে, ফাইনাল নিয়ে তেমন আলোচনাও নেই স্টেডিয়াম পাড়ায়।

কারণ স্বাগতিক বাংলাদেশ নেই সাফের শিরোপার লড়াইয়ে। ঢাকায় এটি হবে ভারত-মালদ্বীপের দ্বিতীয় ফাইনাল। ২০০৯ সালেও তারা ফাইনাল খেলেছিল এ টুর্নামেন্টে। মালদ্বীপ ঢাকায় ফাইনাল খেলছে তৃতীয়বারের মতো। ২০০৩ সালে তারা ফাইনালে হেরে যায় বাংলাদেশের কাছে। আন্তর্জাতিক ফুটবলে ভারত ও মালদ্বীপের পার্থক্য অনেক। দুই দলের অতীত মুখোমুখিতে ভারতের জয়ে পাল্লা অনেক ভারি।

দুই দল আগে ১১ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। ভারত জিতেছে ৮টি, মালদ্বীপ ২টি। একটি ম্যাচ ড্র হয়েছে। আর ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে দুই দেশের আগের সাক্ষাত ১৮ বার। ভারত জিতেছে ১৩ বার। মালদ্বীপ ৩ বার, দুটি ম্যাচ ড্র।