ভারতের অধিনায়কত্ব ফিরে পেলেন ধোনি

592

বিরাট কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে প্রায় দুই বছর আগে নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৬৯৬ দিন পর আবারও ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন ধোনি। অর্থাৎ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে ক্যাপ্টেন কুলের কাঁধে।

নিয়মিত অধিনায়ক কোহলি বিশ্রামে থাকায় এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে তিনিও বিশ্রামে। ফলে তার অনুপস্থিতিতে পুরোনো সেনানী ধোনিকেই বেছে নিয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে টস করতে নেমে অবশ্য মনের আরেকটি আশা পূরণ হয়ে গেছে ধোনির। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দলকে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

কপাল ভালো না হলে হয়তো সেই আশাটা কোনোদিনই পূরণ হতো না ক্যাপ্টেন কুলের। টস করার সময় ধোনি নিজেও বলছিলেন ভাগ্যের এই কথাটা। দল নিয়ে কথা বলার এক পর্যায়ে ভারতের সফলতম অধিনায়ক বলেন, “২০০তম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছি। এটা আসলে আমার নিয়তি ছিল।”