বেঁচে আছেন কেবিন ক্রু নাবিলা

600

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের কেবিন ক্রু নাবিলা ফারহিন নিশাদ বেঁচে আছেন। যদিও দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নাবিলার মৃত্যুর খবর হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে নাবিলার বেঁচে থাকার তথ্যটি জানিয়েছেন তার মা লিমা জামান।

লিমা জামান বলেন, ‘আমার মেয়ে নাবিলা বেঁচে আছে। সে নেপালে একটি হাসপাতালে চিকিৎসাধীন। আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।’

নাবিলার ফুফু ডা. নিলুফা নতুন সময়কে বলেন, ‘নেপালে আমার এক ডাক্তার ছাত্রীর মাধ্যমে খবর পেয়েছি, নাবিলা বেঁচে আছে। সেখানে একটি হাসপাতালের বার্ণ ইউনিটে সে চিকিৎসাধীন।’

তিনি বলেন, ‘শুধু চাই মেয়েটা সুস্থভাবে ফিরে আসুক। সবাই তার জন্য দোয়া করবেন।’

সোমবার (১২ মার্চ) নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে পাইলট, ক্রুসহ বাংলাদেশি ৩৬ জনের মধ্যে ২৬ জন মারা যাবার খবর পাওয়া গেলেও এক ক্রু বেঁচে থাকার খবরে মৃতের সংখ্যা এখন ২৫। বেঁচে যাওয়া ১১ জন নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।