বিল না দিলে খাবার ফ্রি!

1113

রেল ক্যাটারিং সংস্থাগুলোর বিরুদ্ধে খাবারের বিল না দেয়ার অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। আর তা হল- দূরপাল্লার ট্রেনের খাবারের সঙ্গে বিল না দেয়া হলে সেই খাবারের জন্য কোনো দাম দিতে হবে না যাত্রীদের।

৩১ মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। পাশাপাশি টিকিট বুকিং পোর্টালেও এ সংক্রান্ত তথ্য দেয়া থাকবে। ২০১৭ সালের এপ্রিল মাসে এ সংক্রান্ত প্রায় ৭ হাজারটি অভিযোগ জমা পড়ে রেল মন্ত্রণালয়ে। তার পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ইতোমধ্যে খাবারের পাত্রে দাম না লেখায় দুজন ক্যাটারারের লাইসেন্সও বাতিল করা হয়েছে।