বিদ্যুচ্চালিত গাড়ির বছর হবে ২০১৮

1057

আসছে নতুন বছর। আর সে বছরটি কেমন হবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে, ২০১৮ হবে বৈদ্যুতিক গাড়ির জন্য মাইলফলক। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, টেসলা, নিশানের মতো শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি আগামী বছর বাজার দখল করবে। তারা বলছে, আগামী বছর বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের পাশাপাশি সহজলভ্য হবে। বৃদ্ধি পাবে চাহিদাও। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১.৫ শতাংশ পরিবারের কাছে বিদ্যুচ্চালিত গাড়ি রয়েছে।

আগামী বছর প্রথম বৈদ্যুতিক গাড়ি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে শেভ্রোলেট বোল্ট ইভির নতুন সংস্করণ। যদিও ইতিমধ্যে মডেলটির প্রায় ২ লাখ গাড়ি বিক্রি হয়ে গেছে। ৩৭ হাজার মার্কিন ডলার মূল্যের এ বৈদ্যুতিক গাড়ি পূর্ণ চার্জে ২৩৮ মাইল চলতে সক্ষম। অন্যদিকে নিশানের পুনরায় নকশা করা নিশান লিফ আগামী বছর বাজারে আসবে। তবে এ বৈদ্যুতিক গাড়ি শেভ্রোলেট বোল্ট ইভির সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে না। নিশান লিফ গাড়ির দাম, মাইলেজ বোল্টের চেয়ে কম। ৩০ হাজার ডলার দামের নিশানের গাড়িটি পূর্ণ চার্জে ১৫০ মাইল পাড়ি দিতে পারে।

 বিদ্যুচ্চালিত গাড়ি

বিদ্যুচ্চালিত গাড়ি

তবে নিশানের আরেকটি নতুন মডেল আগামী বছর বাজারে আসার কথা রয়েছে। এদিকে শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মডেল ৩ গাড়িটি আগামী বছর শীর্ষে থাকার কথা থাকলেও এ বছরের অক্টোবর পর্যন্ত মাত্র ২৬০টি গাড়ি তৈরি করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য টেসলার মডেল ৩ গাড়ি বিক্রয় করতে ইতিমধ্যে প্রায় ৪ লাখ আগাম ফরমাশ নেওয়া হয়েছে।