‘বাতিঘর’ এবার ঢাকায়

1304

এবার রাজধানীতে যাত্রা শুরু করছে বইয়ের সুপার স্টোর ‘বাতিঘর ঢাকা’। শুক্রবার বাতিঘর ঢাকার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার ২৭ ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রের অষ্টম তলায় অবস্থিত বাতিঘর ঢাকা’র লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাতিঘরের পক্ষ থেকে জানানো হয়, প্রায় পাঁচ হাজার বর্গফুটের জায়গায় আধুনিক এই বইয়ের সুপার স্টোর গড়ে তোলা হয়েছে। লাইব্রেরিটির সাজসজ্জায় আনা হয়েছে মুঘল স্থাপত্যের বিশেষত্ব। রাজধানীর অন্যতম মুঘল স্থাপত্য লালবাগ কেল্লার আদলে নির্মিত করা হয়েছে বাতিঘর ঢাকার লাইব্রেরিটি।

২০০৫ সালে চট্টগ্রামের চেরাগি মোড়ে একশ’ বর্গফুট জায়গায় জাহাজের আদলে ছোট পরিসরে যাত্রা শুরু করে বাতিঘর। বই দিয়ে ঠাসা লাইব্রেরিটি খুব অল্প সময়ে চট্টগ্রামের মানুষের প্রশংসা কুড়ায়। সেখানে এক যুগের অভিজ্ঞতা আর এক বছরের পরিশ্রমে ঢাকার বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে গড়ে তোলা হয়েছে বাতিঘরের বিশাল বইভাণ্ডার।

সংবাদ সম্মেলনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, এতো সুন্দর বইয়ের একটি দোকান আমি খুব কম দেখেছি। সুন্দর ও নিপুণভাবে তৈরি করা হয়েছে এটি। চট্টগ্রামে বাতিঘর সফলে হয়েছে, পাঠকদের চাহিদা মিটেছে। ঢাকার বাতিঘরও সফল হবে, এর কারণ হল- আজকে বাঙালি যে বই খুঁজছে তা এখানে রয়েছে।