‘বন্ধুকযুদ্ধে’ মিজান কাজী নিহত

1081

এখন রিপোর্ট ।।

নড়াইলের নড়াগাতীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি, হত্যাসহ এক ডজন মামলার আসামি মিজান কাজী (৩৪) নিহত হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে নড়াগাতী থানার পরহডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি স্যাটারগান, চার রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, মিজান কাজীকে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। রাতে গোপালগঞ্জ থেকে নড়াগাতী থানায় আনার পথে নড়াগাতী থানার পহরডাঙ্গা বালুর মাঠের কাছে পৌঁছালে মিজান কাজীর সহযোগিরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে মিজান কাজী মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি স্যাটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত মিজান পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের রতন কাজীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় নড়াগাতী থানায় ৬টি মামলাসহ বাগেরহাটের মোল্লারহাট, ঢাকাসহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এখন/এনাআইএম