ফ্লোরিডায় গুলিতে ২০জন নিহত

1098

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নৈশক্লাবে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন।

স্থানীয় সময় শনিবার মধ্যরাতে শহরের পালস নৈশক্লাবে এ ঘটনা ঘটে। গুলি শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ওই ক্লাবে ঢুকে হামলাকারীকে হত্যা করে পুলিশ।

অরল্যান্ডোর পুলিশ প্রধান জন মিনা রোববার সকালে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানান।

শুক্রবার অরল্যান্ডোর এক কনসার্টে গুলিতে ২২ বছর বয়সী পপসঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি নিহত হওয়ার একদিন না পেরোতেই নৈশক্লাবে গুলিবর্ষণে প্রাণহানির এ ঘটনা ঘটল।

শনিবার রাতে হামলাকারী দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন জানিয়ে পুলিশ কর্মকর্তা মিনা বলেন, তার ‘ভালো’ প্রস্তুতি ছিল বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, রাত ২টায় বন্দুকধারী গুলিবর্ষণ করলে এক কর্মকর্তা তাকে প্রতিহতের চেষ্টা করেন। ক্লাবের বাইরে তার সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হন ওই কর্মকর্তা। এরপর দৌড়ে ওই ক্লাবে ঢুকে পড়েন বন্দুকধারী।

এখন/এসএস
ফেসবুকে আমাদের লাইক করুন: www.facebook.com/ekhon247