ফেনীতে ব্যবসায়ীদের সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতবিনিময়

882

•শাহাদাত হোসেন তৌহিদ, ফেনী থেকে

ফেনীতে অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সাথে ফেনী শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে শহর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম ভূঁঞা।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবির হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ইব্রাহিম ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক কাজী আরিফ রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মহি উদ্দিন ও লিটন সাহা, সদস্য ফরিদ আহাম্মদ ভূঁঞা, বস্ত্র হকার্স শাখা কমিটির সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, চাউল পট্টি শাখার সভাপতি হাজী মো. আবু সুফিয়ান পাটোয়ারী।

সভায় বক্তারা সর্বশেষ বিল্ডিং কোড আইন মেনে স্থাপন নির্মাণ, স্থাপনার পাশে নিদিষ্ট পরিমান জায়গা রাখা, প্রাথমিক অগ্নি নির্বাপন যন্ত্র মজুদ রাখার আহবান জানান। এতে বড় ধরণের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাবে বিভিন্ন স্থাপনা। এসময় ফেনী শহর ব্যবসায়ী সমিতির বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দসহ বিপুল পরিমান ব্যবসায়ী উপস্থিত ছিলেন।