ফেনীতে বাউল গানের আসর

ফেনীর আঞ্চলিক শিল্পীরা ফকির লালন, হাসান রাজা, শাহ আবদুল করিমসহ বিভিন্ন মরমি শিল্পীদের গান পরিবেশন করেন।

1066

ফেনী প্রতিনিধি:
ফেনী শিল্পকলা একাডেমির আয়োজনে ফেনী সদর উপজেলা কালিদহ ইউনিয়নের চেওরিয়া গ্রামের বটতলায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় অনুষ্ঠিত আসরে ফেনীর আঞ্চলিক শিল্পীরা ফকির লালন, হাসান রাজা, শাহ আবদুল করিমসহ বিভিন্ন মরমি শিল্পীদের গান পরিবেশন করেন।

ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় আসরের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি, চেওরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শম্ভু বৈঞ্চব, স্থানীয় ইউপি সদস্য নেপাল শীল, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমর দেবনাথ, জেলা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কিশোর থিয়েটারের প্রধান সমন্বয়ক বাপ্পী পোদ্দার, কবি উত্তম দেবনাথ, জাগরনি সাংস্কৃতি কেন্দ্রের সাধরাণ সম্পাদক বাবলুসহ স্থানীয় সংস্কৃতিকর্মী ও শিল্পীরা।

আসর বিষয়ে জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাপান্ন হাজার বর্গমাইলে শিল্প সংস্কৃতির আলো ও ১৬ কোটি মানুষের মাঝে শিল্প সংস্কৃতি ছড়িয়ে দেবার প্রত্যয়ে ‘বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর’ আয়োজনের সিন্ধান্ত নিয়েছে। আর এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি বাউল গানের আসর করছে।

আসরে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, জাগরনি সংস্কৃতি কেন্দ্র, ফেনীর ঢোলসহ ফেনীর কয়েকটি সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আসরটি রাত সাড়ে ৭ টা পর্যন্ত চলে।