ফিরলেন সাকিব

1038

বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে ওঠার লড়াই শুরুর আগ মুহূর্তে সবার আগ্রহের কেন্দ্রে, লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে টস করতে নামবেন কে? কারণ, মাহমুদউল্লাহর নেতৃত্বেই তো শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ দল। ইনজুরিমুক্ত হয়েই সাকিব আল হাসান লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন। সে কারণেই প্রশ্ন তৈরি হয়েছিল, সাকিব যদি একাদশে থাকেন, তাহলে দলকে নেতৃত্ব দেবেন কে, মাহমুদউল্লাহ না সাকিব আল হাসান?

অবশেষে জানা গেলো, বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানই। আজ সন্ধ্যা সাতটায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে থিসারা পেরেরার সঙ্গে টস করতে নামলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবই। দলে একমাত্র পরিবর্তন আনা হয়েছে। পেসার আবু হায়দার রনিকে বাদ দিয়ে একাদশে এলেন সাকিব। বাকি কম্বিনেশনে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

এর অর্থ, সাব্বিরের পরিবর্তে আরিফুল হককে দলে নেয়ার যে গুঞ্জন শোনা গিয়েছিল, সেটা সত্যি নয়। সাব্বিরের ওপরই আস্থা রাখলেন টিম ম্যানেজমেন্ট। পেসারের সংখ্যাই কমানো হলো। সে সঙ্গে সাকিব ফেরায় একজন ব্যাটসম্যান বাড়ার পাশাপাশি একজন বোলারও বাড়লো। কারণ, সাকিব যে বিশ্বসেরা অলরাউন্ডার! ব্যাট এবং বল হাতেই সমান পারদর্শী তিনি!