ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটির স্মার্টফোন এনেছে সিম্ফনি

1037

এখন রিপোর্ট।।

বাংলাদেশের জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড সিম্ফনি বাজারে নিয়ে এলো তাদের এইচডি সিরিজের নতুন স্মার্টফোন এইচ ৪০০। সেকেন্ড জেনারেশন ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি সম্বলিত এইচ ৪০০ হ্যান্ডসেটটি সিম্ফনির প্রথম ফিঙ্গার প্রিন্ট স্মার্টফোন।

ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি টেকনোলজির মাধ্যমে ক্রেতা তার আঙ্গুল ব্যাবহার করে হ্যান্ডসেটটির সিকিউরিটি শতভাগ নিশ্চিত করতে পারবেন। হ্যান্ডসেট এর পেছনে থাকা ফিঙ্গার প্রিন্ট সেন্সর টাচ এ প্রেস করার মাধ্যমে ফোন লক আনলক করা যাবে খুবই দ্রুত ।

২.৫ ডি কার্ভড শেপের এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে, এই হ্যান্ডসেটটির রেজ্যুলেশন ১২৮০*৭২০। ২.৫ ডি গ্লাস। ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস সমৃদ্ধ রিয়ার ক্যামেরা যার এ্যাপারচার ২.০। মুঠোফোনটিতে আরও থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে আছে অটো ফোকাস, ফেস বিউটি, জিরো শাটার ডিসপ্লে, ভয়েস ক্যাপচার, জেসচার এবং স্মাইল শট সহ আরও অনেক আকর্ষণীয় ফিচারস।

এ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো এর সাথে আছে ১.৩ গিগাহার্জ ৬৪ বিট এর কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি ডিডিআর ৩ র‍্যাম। ৬৪ বিট প্রসেসর এর কারণে গেইম খেলা যাবে স্মুথলি কোন ধরণের ল্যাগিংস ছাড়া। ইন্টারনাল স্টোরেজ এর জন্য ১৬ গিগাবাইট মেমোরী এর পাশাপাশি ৬৪ গিগাবাইটের বাড়তি মেমোরি কার্ড লাগানোর ব্যাবস্থাও আছে।

৩২০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারী থাকছে এই হ্যান্ডসেটটিতে। নতুন একটি ই-কমার্স প্লাটফর্ম www.pickaboo.com এ এই হ্যান্ডসেটটি প্রি-বুকিং করা যাবে। প্রি বুকিং দেওয়ার ফলে গ্রাহক pickaboo.com থেকে হ্যান্ডসেটটি নেওয়ার সময় গিফট হিসেবে পাবেন একটি কার্ড বোর্ড ভি আর । pickaboo.com ছাড়া এই হ্যান্ডসেট টি অন্য কোন ই-কমার্স সাইটে পাওয়া যাবে না।

সিম্ফনি এইচ ৪০০ নামের স্মার্টফোনটির মূল্য রাখা হচ্ছে মাত্র ৯৯৯০ টাকা। চলতি মাসের ২০ তারিখ থেকে ব্ল্যাক এবং সিলাভার এই দুই কালারে হ্যান্ডসেটটি pickaboo.com এবং দেশের বাজারে পাওয়া যাবে।

সম্প্রতি হ্যান্ডসেট উন্মোচন হয়ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপ এর সিনিয়র ডিরেক্টর, রেজোয়ানুল হক, হেড অব মার্কেটিং , আশরাফুল হক এবং pickaboo.com এর সিওও (চীফ অপারেশন্স অফিসার) শাহরিয়ার সাত্তার।

এখন/এসএস