ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

742

তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলতে মাঠে নেমেছে টাইগাররা। দুবাইয়ে জমজমাট ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায় শুরু হচ্ছে ম্যাচটি।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে দু’দুবার ফাইনাল খেলে একবারও ট্রফি নাগাল পায়নি বাংলাদেশ। এবার সেই স্বপ্নের শিরোপা জিততে মরিয়া টিম বাংলাদেশ। এবার শিরোপার ঘরে তুলবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের। এই ম্যাচে নিজেদের সেরা দিয়েই খেলবে মাশরাফি বাহিনী।

অবশ্য এবারের এশিয়া কাপে দারুণ ফর্মে আছে ভারত। গ্রুপ পর্ব থেকে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই টানা জিতেছে তারা। ফাইনালে বাংলাদেশের একাদশি একটি পরিবর্ত এসেছে। মুমিনুল হকের পরিবর্তে একাদশে ফিরেছেন নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ একাশে আছেন- লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।