‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহকদের বিনিয়োগ নিরাপদ’

713

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকদের কথা চিন্তা করে এবং তাদের বিনিয়োগ নিরাপদ রেখে মূলধন বাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল।

২০১৭ সাল কোম্পানির অন্যতম সাফল্যের বছর হিসেবে গণ্য বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৮তম বার্ষিক সাধারণ সাভায় (এজিএম) তিনি এসব কথা বলেন।

এজিএম সভায় কোম্পানির পূর্ব ঘোষিত ২০১৭ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এজিএমে ২০১৭ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন, পরিচালক নির্বাচন, নিরীক্ষক নিয়োগসহ নিরীক্ষক পারিশ্রমিক নির্ধারণ এজেন্ডা অনুমোদিত হয়েছে।

এসময় আব্দুল আওয়াল বলেন, “২০১৭ সালে প্রগতি লাইফের প্রিমিয়াম অর্জন হয় ৮ কোটি ৪৬ লাখ টাকা। ওই বছরে পলিসি গ্রাহকদের ১০৩ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করেছি। যা ২০১৬ সালে ছিল ১০২ কোটি ২৮ লাখ টাকা। প্রগতি লাইফ ফান্ড ৫০২ কোটি ১৬ লাখ টাকায় উন্নীত হয়। যা গত বছর থেকে ৯.৫০ শতাংশ বেশি।”

তিনি আরও বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জীবন বীমা অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রবৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

এজিএমে উপস্থিত ছিলেন- মোহাম্মদ জামাল উদ্দিন, রাসেদ আল মাহমুদ তিতুমীর, তফসির এম আওয়াল, খান মোহাম্মদ আমির প্রমুখ।