‘পার্বতী চরিত্রে পপি’

1842

এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কালজয়ী চরিত্র পার্বতীর ভূমিকায় দেখা যাবে পপিকে। ‘দেবদাস’ ছবির রিমেক নয়, পপি অভিনয় করছেন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবিতে।

খ্যাতিমান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন ও তার সৃষ্টি অমর চরিত্রগুলো নিয়ে এই ছবির গল্প। ছবিটি নির্মাণ করছেন আরিফুর রহমান আরিফ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তিনি। কাহিনী ও সংলাপ লিখেছেন হাশিম আখতার।

পার্বতী চরিত্রে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, পার্বতী আমার স্বপ্নের একটি চরিত্র। সে চরিত্রে নিজেকে পর্দায় তুলে ধরতে যাচ্ছি- এটা ভাবতেই দারুণ লাগছে। আমার অভিনয় জীবনে এটি ব্যতিক্রমী কাজ হবে বলে ধারণা করছি।

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবিতে দেবদাস ভূমিকায় অভিনয় করবেন ফেরদৌস।

১৯৯৭ সালে ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় কাজ শুরু করেন পপি। এ পর্যন্ত ‘কারাগার’ (২০০৩), ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯)-তিন ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।