পানিরোধী আইফোন!

1280

এখন টেক

সম্প্রতি মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস থেকে পানিরোধী গ্যাজেটের নতুন পেটেন্ট নিবন্ধন করেছে অ্যাপল, জানিয়েছে সিএনএন।

নতুন প্রকাশিত এই পেটেন্টে দেখা যায় অ্যাপলের এডিটিং টুলগুলো পানির নিচে ফটোগ্রাফির ক্ষেত্রে কোনো ‘অনাকাঙ্ক্ষিত রশ্মি’ তৈরি করবে না। তার মানে দাঁড়ায় যে, পানির নিচে ধারণ করা এসব ছবিগুলো প্রাণবন্ত এবং পানির নীল রঙ ধরে রাখবে।

অ্যাপলের পেটেন্ট থেকে এমনটাই ধারণা করা হচ্ছে, অ্যাপল আইফোনের মতো এমন গ্যাজেট তৈরিতে আগ্রহী যেটি পানির নিচে ব্যবহারযোগ্য। চলতি বছরের শুরুর দিকে আরেকটি পেটেন্ট নিবন্ধন করে প্রতিষ্ঠানটি। এ পেটেন্ট অনুযায়ী ডিভাইসকে তরলে চুবানো হলেও সেটি সিগনাল পাঠাবে এমনটাই বলা হয়।

এর আগে গত বছরের শেষদিকের আরেকটি পেটেন্টে জানানো হয়, ডিভাইসকে পানিরোধী করার জন্য এর পোর্টগুলোতে ঢাকনি ব্যবহার করা হবে। এ ছাড়াও আরেকটি পেটেন্ট অনুযায়ী ডিভাইসের ইলেকট্রনিক যন্ত্রাংশকে আর্দ্রতামুক্ত রাখতে ডিভাইসে বিশেষ প্রলেপ দেওয়া হবে। অ্যাপলের এ সকল পেটেন্ট থেকে ধারণা করা যেতেই পারে পানিনিরোধী ডিভাইস তৈরিতেই ঝুঁকছে প্রতিষ্ঠানটি।

এ বছরের সেপ্টেম্বরেই আইফোন ৭ উন্মোচন করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন আইফোনে কোনো হেডফোন জ্যাক রাখা হবে না এমন গুজবও বেশ পুরানো। এটি ডিভাইসকে পানিরোধী করার ক্ষেত্রে বেশ সহায়ক হবে বলেও ধারণা করা হচ্ছে।

এখন//এএস