পাঠাও যাত্রী হয়ে ক্লাসে আসার পথে প্রাণ গেলো ব্র্যাক ছাত্রীর

834

পাঠাও রাইড শেয়ার করে বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফাহমিদা হক লাবণ্য (২১)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, ‌‘ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়। সেখান থেকে পাঠাওযোগে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আশে-পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি এ ঘটনায় পাঠাও চালকও আহত আছেন, তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।