নেপালকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের জয়

666

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপ-২০১৮ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হয় ‘এ’ গ্রুপের দুই দল নেপাল-পাকিস্তান।

খেলার ৩৫ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় পাকিস্তান। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে বক্সে হেড নেয়ার চেষ্টা করেন পাকিস্তানের মুহাম্মদ রিয়াজ। এ সময়ে তাকে ফেলে দেন নেপালের অধিনায়ক বিরাজ মাহারজন। জর্ডানের রেফারি মোহাম্মদ হাসান পেনাল্টির বাঁশি বাজালে গোল করেন হাসান নাভীদ বশির। খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লড়াইয়ের একটা ঝাঁজ তৈরি হয়েছিল।

অবশ্য খেলার ৭৫ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল পাকিবাহিনী। গোলরকক্ষক একটু এগিয়ে আসায় পাল্টা আক্রমণ থেকে বদলি খেলোয়াড় সাদউল্লাহ গোলের সুযোগ পেয়েছিলেন। দুর্ভাগ্য তার বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে ফিরে আসে ক্রসবারে লেগে। ৮২ মিনিটে নেপাল ম্যাচে ফেরে বিমল ঘারতি মাগারের দর্শণীয় গোলে।

৮৮ মিনিটে মোহাম্মদ আলীর শট ধরেন নেপালের গোলরক্ষক। পরের মিনিটে পরপর দুটি সুযোগ আসে নেপালের সামনে। কিন্তু সুনিল বল আর সুজাল শেরেস্তার পরপর দুটি শট দুর্দান্তভাবে রুখ দেন পাকিস্তানের গোলরক্ষক ইজাজ বাট।

পাকিস্তান নাটকীয়ভাবে ম্যাচ জেতে অতিরিক্ত সময়ের গোলে শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে। যখন ধরেই নেয়া হয়েছিল ড্র হচ্ছে দুই দলের খেলা। তখনই নাটকীয় গোল করে পাকিস্তান। মোহাম্মদ আদিলের ক্রস সাদউল্লাহর মাথা হয়ে মোহাম্মদ আলীর সামনে গেলে তিনি কোনো ভুল করেননি। বল-মাথার নিখুত সংযোগে করেন জয়সূচক গোল।