নেতাকর্মীদের উস্কানিতে পা না দেয়ার নির্দেশ খালেদার

1072

উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আমি সুস্থ আছি, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান। দেশের জন্য, গণতন্ত্রের জন্য আমি যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার এই নিদের্শনার কথা গণমাধ্যমকর্মীদের জানান। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন এবং তার মনোবল অনেক দৃঢ় আছে।

ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার মনোবল অত্যন্ত উঁচু। খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে সব প্রতিকূল পরিবেশ মোকাবেলা করছেন। কারারুদ্ধ অবস্থায় তিনি দেশের কথাই চিন্তা করছেন সবসময়।’

ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আমাদেরকে জানিয়েছেন আপনাদের (গণমাধ্যম) এর মাধ্যমে দেশবাসীকে জানানোর যে, তিনি অটুট আছেন। তার শরীর ভালো আছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য তিনি যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।আমরা তার সঙ্গে আলোচনা করে এইটুকু বুঝতে পেরেছি যে, তার মনোবল অত্যন্ত উঁচু এবং সত্যের পথে। সত্য প্রতিষ্ঠা হবে বলে মনে করেন তিনি।

সাক্ষাতের বিষয়ে ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে তার সঙ্গে সাক্ষাত করতে আবেদন করেছিলাম। তারা আমাদের স্থায়ী কমিটির আট সদস্যকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। সে আলোকে আমরা আজ সোয়া তিনটায় কারাগারে প্রবেশ করি।’

ফখরুল বলেন, ‘আমরা মনে করি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। সরকার বিভিন্ন কারচুপির মধ্য দিয়ে কারাবাসকে দীর্ঘ করার চেষ্টা করছে। তবে সবকিছু দূরীভূত হবে বলে বিশ্বাস করি। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যে সংগ্রাম তা চলছে।’

কোনও নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘আপনারা জানেন খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর থেকে আমরা যৌথ প্রচেষ্টায় আন্দোলন পরিচালনা করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা সবকিছু পরিচালনা করছি।’

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘দেশনেত্রী সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন কারও উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করে যেতে।’

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসা দলের অন্যান্য নেতারা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।