নাশকতার ২ মামলায় আসলাম চৌধুরীর জামিন

994

এখন রিপোর্ট।।

নাশকতার দুটি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাকে কেনো স্থায়ী জামিন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর পক্ষে ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ শুনানি করেন।

২০১৫ সালে ৪ জানুয়ারি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে নগরীর মতিঝিল ও লালবাগ থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। পরে ওই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির এই যুগ্ম মহাসচিব বর্তমানে কারাগারে রয়েছেন।

ইসরাইলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে গত ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এখন/ টিটি