‘স্নুজ’ নামে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। এই ফিচারে ব্যবহারকারী নিউজফিড ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে। ৩০ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিতে পারবে যেকোনো বন্ধু, পেজ বা গ্রুপের আপডেট।

আপাতত এই নিয়ন্ত্রণ ৩০ দিনের জন্য সীমিত হলেও পরবর্তীতে তা বাড়ানো হতে পারে। এই ফিচারে কোনো পেজ বা বন্ধুকে আনফলো করার প্রয়োজন হয় না। অপ্রয়োজনীয় বা বিরক্তিকর মনে হলে কিছুদিনের জন্য ফিডে পোস্ট বন্ধ রাখা যায়। ৩০ দিন শেষ হলে আবারও ওই পেজের পোস্টগুলো আসা শুরু করবে তবে এর আগে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে এটি চালু হয়ে যাওয়ার কথা জানিয়ে দেবে।

Snooze (স্নুজ) শব্দটির অর্থ ক্ষুদ্র সময়ের জন্য নিদ্রা যাওয়া। ফ্রেন্ড, পেজ বা গ্রুপের পোস্টগুলো থেকে সাময়িকভাবে নিস্তার পাওয়া যাবে বলেই সুবিধাটির এই নামকরণ করা হয়েছে।