নড়াইলের মাদ্রাসায় খাওয়ার পর ৩ ছাত্রের মৃত্যু

1032

এখন রিপোর্ট ।।

নড়াইল সদর উপজেলার একটি মাদ্রাসায় রাতে খাওয়ার পর তিন ছাত্রের মৃত্যু হয়েছে; গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ জন।

বুধবার রাতে আগদিয়া-শিমুলিয়া এলাকার জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে বলে জানান নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক অনিক সাহা।

নিহতরা হল বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে এমামুল হক (১৮), ভদ্রবিলা-পাঁচুড়িয়ার মুরাদ মিয়ার ছেলে আলিফ (৮) ও শুভারগোপের আফসার শেখের ছেলে আশরাফুল।

চিকিৎসক অনিক বলছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে।

মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৩০ শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে।

“আমরা শাপলা ও পুঁইশাকের দুই প্রকার তরকারি দিয়ে ভাত খাই। খাওয়া শেষের কিছুক্ষণের মধ্যে ছাত্ররা বমি শুরু করে। হাসপাতালে নিতে নিতে তিনজন মারা যায়,” বলেন তিনি।

এখন/এনআইএম