দ. সুদানে বিমান বিধ্বস্তে নিহত ১৭

615

দক্ষিণ সুদানে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্তে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

রোববার রাজধানী জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর জিরল যাওয়ার পথে স্থানীয় একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য  জানিয়েছেন।

তিনি বলেন, “উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে,১৭ জন নিহত হয়েছে এবং আমরা তিনজনকে জীবিত উদ্ধার করেছি। উড়োজাহাজটিতে ২২ জন আরোহী ছিল এবং এখনো দুজন নিখোঁজ রয়েছে।”

তিনি জানান, বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে একজন ইতালির চিকিৎসক রয়েছেন। তিনি একটি এনজিও’র হয়ে কাজ করতেন। তার অবস্থা সংকটজনক।

এক প্রত্যক্ষদর্শী জানান, উড়োজাহাজটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। হতাহতদের পানির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে দক্ষিণ সুদানের বেসামরিক উড়োজাহাজ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিধ্বস্তের খবর নিশ্চিত করেছিলেন। তিনি অবশ্য নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।