দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত থাকছে বাংলাদেশের একাদশ

689

 

ভিন্ন মাঠ, ভিন্ন প্রতিপক্ষ তবে অভিন্ন বাংলাদেশের একাদশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এসেছে যে দল নিয়ে, সেই ১১ জনের ওপর নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ভরসা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে ওভালের উইকেটে অবশ্য ঘাসের ছোঁয়া থাকতে পারে। তবে ঘাস থাকলেও সেটি বাদামী হতে পারে। খুব বেশি পেস সহায়ক হবে বলে মনে করছে না টিম ম্যানেজমেন্ট। তাই চার পেসার খেলানোর ভাবনা নেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ব্যবহৃত উইকেটে খেলা ও তাদের ব্যাটিং অর্ডারে বেশ কজন বাঁহাতি দেখে অফ স্পিনে বাড়তি বিকল্প হিসেবে নেওয়া হয়েছিল মোসাদ্দেক হোসেনকে। নিউ জিল্যান্ডের সম্ভাব্য ব্যাটিং অর্ডারেও প্রথম ছয়জনের মধ্যে তিন জন বাঁহাতি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মোসাদ্দেকের অফ স্পিনও তাই কাজে লাগাতে চায় দল।

গত ম্যাচে ব্যাট হাতেও শেষ দিকে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন মোসাদ্দেক। কঠিন করে তুলেছেন সাব্বির হোসেনের একাদশে ফেরার পথ।

পিঠের চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে শুরুতে বোলিং বিবর্ণ থাকলেও পরে দারুণভাবে ফিরে আসেন সাইফ উদ্দিন। তাকে নিয়েও বিকল্প ভাবনা নেই দলের। ওই ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়ে দেন, ডেথ ওভারে সাইফই এখন দলের প্রথম পছন্দ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।