ত্বকের যত্নে প্রাকৃতিক তিন পদ্ধতি

1058

লাইফস্টাইল ডেস্ক।।

ত্বক পরিষ্কার করা ও ময়েশ্চারাইজ করার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে টোনিং। টোনার ত্বকের অতিরিক্ত তেল শুষে সুন্দর ও কোমল রাখে ত্বক। রাতে বাসায় ফিরে ত্বক পরিষ্কার করার পরই ব্যবহার করুন প্রাকৃতিক টোনার।
খুব সহজেই বাসায় বসে তৈরি করতে পারবেন এমন ৩ টোনার সম্পর্কে জেনে নিন-

পুদিনা পাতা
পুদিনা পাতা ফুটন্ত পানিতে সেদ্ধ করুন কয়েক মিনিট। চুলা নিভিয়ে পানিটুকু আলাদা করে ঠাণ্ডা হতে দিন। মুখবন্ধ বয়ামে ভোরে ফ্রিজে রেখে দিন দ্রবণটি। তুলার বল দ্রবণে ভিজিয়ে নিংড়ে মুছে নিন ত্বক।

গ্রিন টি ও আপেল সিডার ভিনেগার
গ্রিন টি-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বকে পুষ্টি যোগায়। আপেল সিডার ভিনেগার প্রাকৃতিকভাবে ত্বকের পিএইচ নিয়ন্ত্রণ করে। ৩/৪ কাপ গ্রিন টি ও ১/৪ কাপ আপেল সিডার ভিনেগার একটি বোতলে নিয়ে ভালো করে ঝাঁকান। প্রাকৃতিক টোনার হিসেবে দুই সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন এটি। ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।

গোলাপজল ও কর্পূর
১ কাপ গোলাপজলে ২ টুকরা কর্পূর গুঁড়া করে মেশান। স্প্রে বোতলে ভোরে ফ্রিজে রেখে সংরক্ষণ করুন দ্রবণটি। রাতে তুলা ভিজিয়ে ব্যবহার করুন টোনার হিসেবে।

এখন/এমএম

মডেল: সিনথিয়া