তিন ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার

728

 

দর্শকের সঙ্গে বাজে আচরণ করার কারণে পিএসজির ফরোয়ার্ড নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। একই সঙ্গে  দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তিও দেওয়া হয়েছে তাকে।

নেইমারের শাস্তি শুরু হবে সোমবার থেকে। তাই শনিবার অঁজির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে বাধা নেই তার। মৌসুমে লিগের শেষ দুই ম্যাচে স্তাদ দে রাঁস ও দিজোঁর বিপক্ষে খেলতে পারবেন না এ ফুটবলার।

শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তিকে অনেক বেশি উল্লেখ করে এর বিপক্ষে আপিল করার কথা জানিয়েছে পিএসজি।

গত মাসে রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে হারে পিএসজি। ম্যাচের পর নিজেদের পদক সংগ্রহ করতে যাওয়ার সময়ে মোবাইলে ভিডিও করতে থাকা এক দর্শকের সঙ্গে বাজে ব্যবহার করেন নেইমার। হাত দিয়ে মোবাইল ফোন নামিয়ে দেওয়া ছাড়াও মুখে হালকা ঘুষি মারেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় নেইমারকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা।