ঢাবি ভিসির বাসায় আগুন, ভাঙচুর

897

কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসায় আগুন দিয়েছে। এসময় তারা উপাচার্যের বাসা ভাঙচুরও চালায়। তবে পুলিশের হস্তক্ষেপে সেটা আর সম্ভব হয়নি। রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

এ হামলা প্রসঙ্গে ঢাবি ভিসির দাবি, এখানে যারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী। এরা কেউ শিক্ষার্থী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বহিরাগতরাই এ আন্দোলন চালিয়েছে।

এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

জানা গেছে, ভিসির বাসভবনের নীচতলা ওপরতলায় অাগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভিসি চত্বর থেকে ছাত্রলীগ নেতারা লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের। আগুনে ভিসির বাড়ির আসবাবপত্র ও দুটি প্রাইভেটকার পুড়ে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একটি বাইকেও আগুন দেয় আন্দোলনকারীরা।

DU-2