ডিএসইতে প্রধান সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

720

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে হাত বদল হওয়া ৫১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে।

অপরদিকে, শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবস তুলনায় এদিন সিএসইতে লেনদেন বেড়েছে।

বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৯০.৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৯৭.৮৮ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪০.২৫ পয়েন্টে।

ডিএসইতে ৫১৪ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনে লেনদেন ছিল ৪৮৭ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসইতে আজ হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭১টির, ১৩১টির কমেছে ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

ডিএসইতে শেয়ার দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করেছে কেডিএস এক্সেসোরিজের শেয়ার। ওই কোম্পানিটি আগের দিনের তুলনায় এদিন দর বেড়েছে ১০ শতাংশ। গেইনারে ২য় স্থানে ১০ শতাংশ দর বেড়ে ওঠে এসেছে নিটল ইন্স্যুরেন্সের শেয়ার। এরপর দর বাড়ার শীর্ষ তালিকায় রয়েছে যথাক্রমে- পাইনিওয়র ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, রিপালিক ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও রুপালি ইন্স্যুরেন্স।

শেয়ার দর কমে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। ওই কোম্পানিটি আগের দিনের তুলনায় এদিন দর কমেছে ৭.৯৩ শতাংশ। গেইনারে ২য় স্থানে ৭.৬৯ শতাংশ দর কমে ওঠে এসেছে মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার। এরপর দর কমার শীর্ষ তালিকায় রয়েছে যথাক্রমে- জুট স্পিনার্স, শাশা ডেনিমস, ইবনে সিনা, আরএন স্পিনিং, পেনিনসূলা ও শ্যামপুর সুগার।

অপরদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনে লেনদেন ছিল ৬৪ কোটি ৪১ লাখ লাখ টাকা। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৫৫৭.৬৩ পয়েন্টে। অপরগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১.১২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬৩.৯৫ পয়েন্ট, সিএসইএক্স ১৬.৫৫ পয়েন্ট ও সিএসআই ৩.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০২.৬৭, ১৪৭৪১.৩৯, ১০০২৯.৬৩ ও ১১০৩.২৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।