ডানা আছে, পাখি নেই

1447

কামরুন নাহার ডানা। পাখির মতো ডানা না থাকলেও উড়ে বেড়াতে পারেন ঠিক ঠিক। এখান থেকে ওখানে, দেশে বিদেশে ঘুরে বেড়াতে খুব পছন্দ। একাডেমিক পড়াশোনা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। চটপট, চনমনে আর চঞ্চলতার জন্য ভার্সিটি জুড়ে বিখ্যাত। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যেমন যুক্ত, তেমনি ডানাকে পাওয়া যায় প্রতিবাদ প্রতিরোধের প্রথম মিছিলে। বেসরকারি এফএম স্টেশন পিপলস রেডিওর আরজে ডানার কোমল আর সুন্দর কণ্ঠের সঙ্গে যারা পরিচিত, তারা হয়তো অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠের ডানাকে দেখে মেলাতে পারবেন না।

ডানার মুখে সারাক্ষণ হাসি হাসি ভাব। যেনো ও মুখ কখনো গোমড়া হয়নি। বন্ধুদের কাছে পরিচিত ডানা ভাই বলে। ডানা না থাকলেও যে পাখি হওয়া যায় ‘ডানা ভাই-ই’ তার উৎকৃষ্ট উদাহরণ।

নিচে ‘ডানা ভাই’র পছন্দের কয়েকটি ছবি দেয়া হলো।

dana-4

dana-6

26904089_1966204726973910_1353389889820479064_n

dana-10

dana-7

dana-8