‘ডটার অব বাংলাদেশ’

657

নিজের জীবন উত্সর্গ করে ১০ জন নেপালি যাত্রীকে বাঁচিয়েছেন বাংলাদেশের বাণিজ্যিক বিমানের প্রথম নারী পাইলট পৃথুলা রশিদ। তিনি কো-পাইলটের দায়িত্বে ছিলেন। এ কারণে নেপালের গণমাধ্যম পৃথুলাকে আখ্যায়িত করেছে ‘ডটার অব বাংলাদেশ’ নামে। এভাবেই মৃত্যুকে বরণ করে পৃথুলা যেন বাংলাদেশকে আবারও গর্বিত করেছেন। নেপালের কয়েকটি গণমাধ্যমে এ খবর এসেছে।

পৃথুলা রশিদ ছিলেন গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স উড়োজাহাজের সহকারী পাইলট। তিনি ছিলেন এ এয়ারলাইন্সের প্রথম নারী পাইলট। চার জন ক্রুর মধ্যে কো-পাইলট পৃথুলাসহ তাত্ক্ষণিক নিহত হন দুইজন। আর পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।