জয়ের বিকল্প নেই মেসির সামনে

563

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। তবে তাদের শেষ আশাটুকু জিইয়ে রেখেছে নাইজেরিয়া। কিন্তু আজ সুপার ঈগলদের মুখোমুখি হচ্ছে সাম্পাওলির শিষ্যরা। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া বিকল্প কিছু নেই মেসিদের। আর এই ম্যাচে নিজের সেরাটা নিংড়ে দিয়ে দলকে টেনে তোলার শেষ সুযোগ মেসির সামনে।

অবশ্য নিজের ৩১তম জন্মদিনে মেসি বলেন, বিশ্বকাপ না জিতে অবসরে যাবেন না তিনি। যতদিন জিততে পারবেন না, ততদিন খেলা চালিয়ে যাবেন। তবে বয়স ও পারিপার্শ্বিক পরিস্থিতি বলছে, মেসির ২০২২ বিশ্বকাপ খেলাটা অসম্ভব না হলেও বেশ কঠিনই। চার বছর পর মেসির বয়স হবে ৩৫ বছর। সে সময় সেরা ফর্মে থাকতে পারবেন কিনা, এ প্রশ্নও থেকে যায়। তাই এখন রাশিয়ায় যেটুকু সুযোগ আছে সেটাই কাজে লাগাতে হবে তাকে।

অবশ্য প্রথম দুই ম্যাচের একটিতে ড্র এবং অন্যটিতে হেরে এখন সবকিছু নিজেদের হাতেও নেই। তাকিয়ে থাকতে হচ্ছে ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচের দিকেও। এমনকি নাইজেরিয়ার সঙ্গে মেসিরা ড্র করলেও আর্জেন্টিনাকে ধরতে হবে ফিরতি ফ্লাইট। জয় ছাড়া আপাতত আর কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে।