জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার তাগিদ প্রধানমন্ত্রীর

999

এখন রিপোর্ট।।

জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ‘সিভিল সার্ভিস ইন ডেভেলপমেন্ট ইনোভেশন-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছ থেকে নয় বরং সরকারই জনগণের কাছে গিয়ে সেবা দেবে। জনপ্রশাসনের দক্ষতা বাড়াতে এ পর্যন্ত ১০৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।

শেখ হাসিনা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের টানা দুই মেয়াদে সারাদেশে পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখান থেকে প্রায় ২০০ ধরনের সেবা পাওয়া যায়।

অনুষ্ঠানে উন্নয়ন উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় কয়েকটি জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনারের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এখন/ টিটি