ছবিতে কোটা বিরোধী আন্দোলন

1610

কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিকাল থেকে শুরু হয় এ আন্দোলন। মাঝ রাতেও আন্দোলনকারীরা ফিরে যায়নি ঘরে। পুলিশ এ আন্দোলন সরাতে কাঁদানে গ্যাস, টিয়ালশেল, জল কামান, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শতাধিক আন্দোলনকারী আহত হয়। বেশ কয়েকজন পুলিশ সদস্যও পাল্টা আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

kota-9
রাত বাড়লেও আন্দোলন থামেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মাঝরাতেও স্লোগান দেয়। দাবি আদায়ের পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেয়। বাম সংগঠনগুলো এ আন্দোলনে সংহতি জানায়। আন্দোলনকারী বলছে, দাবি আদায় না করে ঘরে ফেরবে না তারা। ছবিতে আন্দোলনের কয়েকটি চিত্র তুলে ধরা হলো।

টিয়ার শেলে পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করছে
টিয়ার শেলে পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করছে
বিকেলেই হাজার হাজার আন্দোলনকারী জড়ো হয় শাহবাগে
বিকেলেই হাজার হাজার আন্দোলনকারী জড়ো হয় শাহবাগে
'বঙ্গবন্ধুর বাংলাদেশে, কোটা প্রথার ঠাঁই নেই'- এ স্লোগান দেয় আন্দোলনকারীরা
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, কোটা প্রথার ঠাঁই নেই’- এ স্লোগান দেয় আন্দোলনকারীরা

 

স্লোগানে উত্তাল শাহবাগ
স্লোগানে উত্তাল শাহবাগ
পুলিশের প্রতিরোধ
পুলিশের প্রতিরোধ