চুক্তিতে বাস: পাঁচ কোম্পানির নিবন্ধন বাতিল

1743

চালকের সঙ্গে চুক্তিতে বাস চালানোর কারণে পাঁচটি পরিবহন কোম্পানির নিবন্ধন বাতিল করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এগুলো হচ্ছে- সুপ্রভাত পরিবহন, স্কাই লাইন পরিবহন, ডিএমকে পরিবহন ও গাবতলী-সদরঘাট (সাত নম্বর রোড) পরিবহন কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক খন্দকার্ এনায়েত উল্ল্যাহ জানান, মালিক ও শ্রমিক নেতাদের পযবেক্ষণে দেখা যায় এই ৫ কোম্পানি সিদ্ধান্ত মানেনি। তারা চুক্তিতে চালক দিয়ে বাস চালিয়ে। এ কারণে নিবন্ধন বাতিল করেছি।

প্রতিদিন ৪ টি ভিজিলেন্স টিম এ টার্মিনালগুলোতে পর্যবেক্ষণ করবে কারা চুক্তিতে বাস চালাচ্ছে।

বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে চুক্তিভিত্তিক বাস চালানো নিষিদ্ধ রয়েছে। এ সিদ্ধান্ত অমান্য করা হলে সমিতির সদস্যপদ বাতিল করবে পরিবহন মালিক সমিতি।

সমিতি সূত্র জানায়, চুক্তি ছাড়া এখন চালককে মালিকের নিয়োগকৃত নির্ধারিত বেতনধারী হতে হবে। অথবা আয় থেকে চালকের বেতন নির্ধারিত হতে হবে।

চালকদের সঙ্গে মালিকদের দৈনিক চুক্তির ভিত্তিতে চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। চুক্তিতে গাড়ি চললে চালকরা প্রতিযোগিতা বেশি করে, পাল্টাপাল্টি করে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।