খালেদার সঙ্গে শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ

1024

এখন রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেত্রীর সঙ্গে এটা তার প্রথম সাক্ষাৎ।

বিএনপির একজন মুখপাত্র এ সম্পর্কে যুগান্তরকে বলেন, তারা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও তারা আলোচনা করেন।

ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেছেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ।

মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

এতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা ও ভারতীয় হাইকমিশনের রাজনীতি ও তথ্য সংক্রান্ত প্রথম সচিব রাজেশ উইকে।

এখন/ টিটি