‘কোটা নিয়ে মন্ত্রীসভায় আলোচনা হয়নি’

554

কোটা সংস্কার নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা এখনও কাজ শুরু করেনি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এর আগে কোটা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি কাজ করছে বলে সংসদে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত চূড়ান্ত সিদ্ধান্ত সহসাই বাস্তবায়ন করা যাচ্ছে না। একটু সময় লাগবে।’

তিনি বলেন, ‘কমিটি এখনও কাজ শুরু করেনি। কোটা সংস্কারের বিষয়টি আপনারা যতটা সহজ মনে করেন কাজটা তত সহজ নয়। এটি অত্যন্ত জটিল ও কঠিন কাজ। এখন নিম্ন লেভেলে কাজ চলছে। ওপর লেভেল পর্যন্ত আসতে কিছুটা সময় লাগবে। এটি সময়সাপেক্ষ বিষয়।’