কুবি বিএনসিসি প্লাটুনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

656

received_358299871454847
কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক, প্লাটুন কমান্ডার এবং সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও ড.মোঃ শামিমুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাডেট সার্জেন্ট তন্ময় কুমার সরকার,ক্যাডেট ল্যান্স কর্পোরাল রাসেল আহমেদ সহ সিনিয়র ও জুনিয়র ক্যাডেট।

প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।এরপর কেক কেটে দশ বছর পূর্তি উদযাপন করা হয়।

আলোচনা বক্তব্যে ক্যাডেটরা তাদের গত দশ বছরের বিভিন্ন দিক তুলে ধরেন।সকল ক্যাডেটের আন্তরিক সহযোগীতায় বিএনসিসি কুবি প্লাটুন আর সামনের দিকে এগিয়ে যাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৯শে এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের যাত্রা শুরু হয়।