এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন

ঢাকা উত্তর সিটি করপোরেশেন (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন

665

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের জন্য এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরিবর্তন হচ্ছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হবে।

সচিব বলেন, উপনির্বাচন ও এই সিটির সঙ্গে ১৮টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর, ৬টি সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ নির্বাচন বিষয়ে তিন বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের কন্ট্রোলারের সঙ্গে আজ বৈঠক হয়েছে।

বৈঠকে এসব নির্বাচনের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চের নেয়ার অনুরোধ করা হয়েছে। এতে তারা সম্মত হয়েছেন। ফলে ঢাকা বোর্ডের এসএসসি ও সমমানের ওই দুইদিনের নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হচ্ছে।

এই নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই উল্লেখ করে তিনি বলেন, জটিলতা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ নির্বাচন করার জন্য অনুরোধ করা হতো না।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ মাদরাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের কন্ট্রোলার অংশ নেন।

নির্বাচনের তারিখ সম্পর্কে সচিব বলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ২৪ তারিখের পরে যেকোনো দিন এ নির্বাচনের তারিখ হতে পারে। কমিশন বৈঠকে এটি ঠিক করা হবে।

এর আগে ডিএনসিসি ও ডিএসসিসি’র সঙ্গে নতুন ৩৬টি ওয়ার্ড যুক্ত করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ওয়ার্ডগুলোতে নির্বাচন অনুষ্ঠানের জন্য ২০ আগস্ট এ সংক্রান্ত গেজেট ইসিতে পাঠানো হয়।