এক কোটি অ্যান্ড্রোয়েড ফোন মেলওয়্যারের শিকার

1048

এখন রিপোর্ট।।

সারা বিশ্বে অসংখ্য মানুষ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন ব্যবহার করে। এরকমই প্রায় এক কোটি স্মার্টফোন মেলওয়্যার (অপারেটিং সিস্টেম অকেজো করে দেয়া ক্ষতিকর সফটওয়্যার) আক্রান্ত হয়েছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, এই মেলওয়্যার নকল ক্লিকের মাধ্যমে বিজ্ঞাপন ছড়ায়। এছাড়াও নিজে থেকে নতুন অ্যাপ ইন্সটল করতে পারে এই ক্ষতিকর সফটওয়্যার। এমনকি ফোন ব্যবহারকারীর উপর গোয়েন্দাগিরি করে তথ্য পাচার করতে পারে।

গবেষকরা আরও বলেছেন, এই মেলওয়্যারের প্রস্তুতকারক এই কাজের মাধ্যমে মাসে প্রায় ৩ লাখ মার্কিন ডলার কামাই করছে। যে সমস্ত স্মার্টফোন এই মেলওয়্যারের শিকার হয়েছে তার বেশিরভাগই চীনে। তবে অন্য দেশেও রয়েছে।

তথ্যসূত্র : বিবিসি