এক উইকেট তুলে দিন শেষ করলো বাংলাদেশ

693

শেষ বিকেলে ইনিংস ঘোষণার কারণ, জিম্বাবুয়েকে একটু বিপদে ফেলে। সেই লক্ষ্যে কিছুটা হলেও সফল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সময়ে হ্যামিল্টন মাসাকাদজার উইকেটটি তুলে নিয়েছে টাইগাররা। ১ উইকেটে ২৫ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবে সফরকারিরা।

এর আগে মুশফিকুর রহীমের হার না মানা ২১৯ রান আর মুমিনুল হকের ১৬১ রানে ভর করে ৭ উইকেটে ৫২২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

শেষ বিকেলে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। উদ্বোধনী জুটিতে বেশ দেখেশুনে খেলেছেন মাসাকাদজা আর ব্রায়ান চারি। ১৪.১ ওভারে মাত্র ২০ রান তুলেন তারা।

তবে এত দেখেশুনে খেলেও শেষ রক্ষা হয়নি। তাইজুল ইসলামের বলে ইনসাইডেজ হয়ে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মাসাকাদজা। ৪৪ বলে ২ বাউন্ডারিতে তখন ১৪ রানে জিম্বাবুইয়ান অধিনায়ক।

উইকেট হারানো পর নাইটওয়াচম্যান হিসেবে তিরিপানোকে নামিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। তিনি এখনও রানের খাতা খুলতে পারেননি। ১০ রান নিয়ে ব্যাট করছেন ব্রায়ান চারি।