একদিনে দুই পর্ব দেখানো হবে ‘সুলতান সুলেমান’

1125

এখন রিপোর্ট।।

প্রথম সিজনের জনপ্রিয়তা শেষে গেল ২৯ মে থেকে দীপ্ত টিভিতে শুরু হয়েছে টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’ এর সিজন-টু। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৭টা ৩০মিনিটে প্রচার হয়েছে এটি।

সিরিজটির দ্বিতীয় সিজনের শেষ পর্ব প্রচার হয়েছে গতকাল রবিবার। সুলতান ভক্তদের এখন অপেক্ষার পালা এর তৃতীয় সিজনের জন্য। দীপ্ত টিভি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, সিরিজটির ব্যাপক জনপ্রিয়তার বিষয়টি তারা অনুভব করছেন। তাই খুব শিগগিরই এর পরবর্তী সিরিজ শুরু করার প্রস্তুতি চলছে এখন।

জানা গেছে ‘সুলতান সুলেমান’ এর সিজন-থ্রি দীপ্ত টিভির পর্দায় প্রচার শুরু হচ্ছে আসছে কোরবানির ঈদের দিন থেকে।
এদিকে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের অ্যাসিসটেন্ট অফিসার জাকিয়া সুলতানা জানান, ঈদের দিন থেকে সিরিজটির সিজন-থ্রি সম্প্রচারে আসছে। তবে তার আগেই ‌সুলতান সুলেমানে’র সিজন-টু এর পর্বগুলো পুনঃপ্রচার হবে দীপ্তর পর্দায়।
তিনি জানান, এতদিন এক পর্ব করে প্রচার হলেও আজ ৮ আগস্ট থেকে প্রতিদিন দুই পর্ব করে প্রচার হবে ‘সুলতান সুলেমান’ সিজন-টু। প্রতিদিন সন্ধ্যা সাতটায় এবং রাত দশটায় প্রচার হবে পর্বগুলো। পরদিন সকালে দুই পর্বই ফের প্রচার হবে।

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সাম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দী ছিলেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।
‘সুলতান সুলেমান’ বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ধারাবাহিক। এটি বিশ্বের ৬০টিরও বেশি দেশে এরই মধ্যে প্রচার হয়েছে। বাংলা ভাষায় ডাবিং করে সপ্তাহের ছয়দিন নির্দিষ্ট সময়ে সিরিজটি দীপ্ত টিভিতে প্রচার করায় দর্শকরা এটি উপভোগ করতে পারছেন সহজেই।