ইমন-মৌসুমী হামিদের ‘নীলকমল

1043

এখন রিপোর্ট।।

চন্দ্রপট রাজ্যের দুই রাজপুত্র নীলকমল ও লালকমল। নীলকমলের জন্মের সময় মা মারা যান। তাদের বড় করে তোলেন লালকমলের মা রানী ভবানী। নীলকমল বুদ্ধিবান ও দয়ালু। লালকমল বাহুবিদ্যায় পারদর্শী। নীলকমলের কাছে লালকমলের বুদ্ধি নগণ্য। রাজ্যের প্রজারা এই বুদ্ধি বিবেচনা করতে থাকলে রানী ভবানী পাঁচ বছরের জন্য নীলকমলকে বনবাসে পাঠান। বনবাসে রাক্ষসকন্যা কামিনীর সঙ্গে পরিচয় হয় নীলকমলের। সেই পরিচয় একসময় প্রণয়ে রূপ নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘নীলকমল’। এটি নির্মাণ করছেন রাজিব হাসান। নাটকে নীলকমলের চরিত্রে অভিনয় করেছেন ইমন। আর রাক্ষসকন্যা কামিনীর চরিত্রে মৌসুমী হামিদকে দেখা যাবে। আরও অভিনয় করেছেন শম্পা রেজা, প্রণব, জান্নাতুল মুনসহ অনেকে।

ইমন বলেন, ‘আধুনিক সময়ে এসেও বনবাসের স্বাদ পেলাম। রাজাদের মতো বেশভূষায় ছিলাম। ধনুক চালানোও শিখেছি। নাটকে অভিনয় করতে গিয়ে মজার সব অভিজ্ঞতা হয়েছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’ নির্মাতা জানান, আগামী রোজার ঈদে চ্যানেল আইতে ‘নীলকমল’ প্রচার হবে।