আসল বিএনপির নাসিমের মুখে খালেদার মুক্তি দাবি

1385

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপি পুনর্গঠনের (আসল বিএনপি) কামরুল হাসান নাসিম। শনিবার (২ জুন) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

নাসিম বলেন, আমি বর্তমান সরকারকে বলব, আপনারা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চিন্তা করুন। কারণ ফাঁকা মাঠে গোল দেয়ার আমাদের কোন উদ্দেশ্য নেই। অতীতে তিনি দেশের বাইরে যখন যেতেন আমরা দলের পুনর্গঠন ইস্যুতে কোন কর্মসূচী রাখি নাই। এখনো তাকে কারাগারে রেখে পুনর্গঠন করার বা উচ্চ আদালত বসানোর যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, আমি ঘোষণা করছি, খালেদা জিয়া মুক্ত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে বসবে। আর তিনি সহসায় মুক্ত না হলে মাইকে আওয়াজ পান- এই কথা মাথায় রেখে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট না করে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের সামনেই বসবে উচ্চ আদালত।