আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

498

নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

আটকরা হলেন আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (২৮)। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি।

আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প। র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম জামিল আহম্মেদের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ওই দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটও জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসপি এস এম জামিল আহম্মেদ।